NAVIGATION MENU

সাকিবের করোনা পরীক্ষায় ফলাফল ‘নেগেটিভ’


বিদেশ ফেরত হওয়ায় করোনা টেস্টের ফলাফল ছাড়া অনুশীলন করতে এক প্রকার বাধা ছিল বাংলাদেশের পোস্টারবয় খ্যাত সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তার করেনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

গত মঙ্গলবার মধ্যরাতে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব্। ফলাফল নেগেটিভ আসায় অনুশীলনে নামতে আর কোন বাধা রইলো না। সাকিক করোনার এই সময়ে দীর্ঘ পাঁচমাস ছিলেন যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে। সেখানে দুই কন্যা, স্ত্রীর সঙ্গে কাটিয়েছেন লম্বা সময়।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায়  গত বছরের ২৮ অক্টোবর আইসিসি থেকে এক বছরের নিষেধাজ্ঞা পান দেশ সেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে চলায় আগামী অক্টোবরের ২৪ তারিখ (সম্ভাব্য) থেকে শ্রীলঙ্কায় শুরু হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ। সাকিব প্রথম ম্যাচ খেলতে না পারলেও পরের দুই ম্যাচে খেলতে পারেন বলে আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

এমআইআর/ এডিবি