NAVIGATION MENU

শিশুর যৌনাঙ্গে খুন্তির ছ্যাঁকা, মামি গ্রেফতার


বরিশালের গৌরনদীতে নিজের শিশুদের ভয় দেখাতে আরেক শিশুর যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছে মামী শাহানাজ।

এ ঘটনায় শিশুটির বাবা শফিকুল ইসলামের দায়ের করা মামলায় শিশুটির মামি শাহনাজ পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের কারণে ৪ বছর ৯ মাস বয়সের শিশুটি মামা- মামীর কাছে থাকে। গত ২১ নভেম্বর নির্যাতিত শিশুটি শাহানাজের শিশুদের নিয়ে পাশের বাড়ির শিশুদের সাথে খেলাধুলা করছিল। এতে ক্ষুব্ধ হয়ে শাহানাজ তার নিজের শিশুদের ভয় দেখাতে ওই শিশুটিকে গ্যাসের চুলার কাছে নিয়ে গিয়ে মেটালের চামচ গরম করে তার যৌনাঙ্গে ছ্যাকা দেয়।

তিনি আরও জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওয়াই এ/ওআ