NAVIGATION MENU

মায়ের কিডনি নিয়েও বাঁচতে পারলেন না অভিনেত্রী


ভারতের টিভি অভিনেত্রী লীনা আচার্য মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) দিল্লিতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয় তার। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। লীনার মা মেয়েকে বাঁচাতে একটি কিডনিও তাকে দান করেছিলেন। কিন্তু সেটি তার দেহে ঠিকমতো কাজ করেনি। লীনার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার সহঅভিনেতা ও অভিনেত্রীরা।

টেলিভিশন ছাড়াও লীনা বড় পর্দায় অভিনয় করেছেন। রানী মুখার্জি অভিনীত ‘হিচকি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় হাজির হন এই অভিনেত্রী। তাকে সবশেষ দেখা গেছে জি ফাইভের ওয়েব সিরিজ ‘বেবাকি’ এবং ‘অভয় টু’-তে। এছাড়া ওয়েব সিরিজ ‘গন্ধি বাত’-এ অভিনয় করে বেশ আলোচিত ছিলেন তিনি।

ওআ/