NAVIGATION MENU

মানবতার সেবায় আরও প্রদর্শনী বক্সিং করতে চান মাইক টাইসন


দীর্ঘ ১৫ বছর পর ৫৪ বছর বয়সে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মাইক টাইসন ফিরে এলেন স্বমহিমায়। বক্সিং রিংয়ে পেশীবহুল, তেজদীপ্ত, টাইসন প্রদর্শনী মুষ্টিযুদ্ধে অবতীর্ণ হন অন্য এক মুষ্টিযোদ্ধা রে জোন্স জুনিয়রের সঙ্গে।

বক্সিং রিংয়ে সেই কালো ট্রাঙ্ক পরেছিলেন তিনি, যে ট্রাঙ্ক পরে তিনি জিতে নিয়েছিলেন বহু হেভিওয়েইট মুষ্টিযুদ্ধ

ড্র নির্ধারিত এই বক্সিং শেষে মাইক টাইসন বলেন, ‘আমি অভিভূত যে ‘নক আউট’ হইনি, মানবতার সেবায় আমি আরও এ ধরণের বক্সিংয়ে অংশ নেবার ইচ্ছা রাখছি।’

এখনো মাইক টাইসনের জন্য এই অভিজ্ঞতা যেনো তাঁর সেই বক্সিং জীবনের আনন্দ ও উত্তেজনায় ফিরে যাওয়া।

চোখ ধাঁধানো কেরিয়ারে বিতর্ক থেকে কখনও দূরে সরে থাকতে পারেননি মাইক টাইসন। ২০০৫ সালে বক্সিং রিংকে বিদায় জানিয়েছিলেন অন্যতম বিশ্বের সর্বকালের সেরা বক্সার। বিশ্ব জুড়ে তার ভক্তরা অপেক্ষা করছিলেন কবে ফের রিংয়ে ফিরবেন তিনি। অবশেষে প্রতীক্ষার অবসান হলো।

এমআইআর/এডিবি