বুধবার প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে উপহার হিসেবে দেশে আসছে ২০ লাখ করোনাভাইরাসের প্রতিষেধক টিকা।
সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্দ্ধতন কর্মকর্ত বিষয়টি নিশ্চিত করেন।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাসের টিকা মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক ২০ লাখ টিকা বুধবার দেশে এসে পৌঁছাবে।
এরআগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভারত থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ‘ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেয়ার কথা বলা হয়েছে। ২০ জানুয়ারি এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।’
এমআইআর/ওআ