NAVIGATION MENU

ব্যাংক খোলা থাকছে ১ ও ২ জুন


আগামী ১ ও ২ জুন (শনি ও রবিবার) তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট  শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৬ মে (রবিবার) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক নির্দেশনায় এ কথা উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল ৯.৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত) এবং ২ জুন রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

রবিবার লেনদেনের জন্য সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

মূলত, রফতানি বাণিজ্য সচল রাখতে ও তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমআইআর /এসএস