NAVIGATION MENU

বার্সা ছাড়ছেন মেসি


বার্সোলোনা ক্লাবের সবচেয়ে বড় তারকা মেসি এতে কোন সন্দেহ নেই। তবে সে বড় তারকা আনুষ্ঠানিক জানিয়ে দিয়েছেন ক্লাবে থাকার ইচ্ছে নেই তার। আর তাতেই নড়েচড়ে বসেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। অথচ কয়েক মাস আগেও অবিশ্বাস্য শোনাতো কথাটা। সেই অবিশ্বাস্য ঘটনাটাই হয়তো ঘটতে চলেছে।

তবে বার্সা ছেড়ে কোথায় যাচ্ছে মেসি? বিভিন্ন সময়ে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজি, ইন্টার মিলান এমনকি রিয়াল মাদ্রিদের সঙ্গে মেসির নাম জুড়ে দিয়ে গুঞ্জন উঠেছে। তবে এবার এ  তালিকায় সবার আগে শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটির নাম।

তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মেসিকে পাওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ম্যানসিটিই। 

স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক হাভি কাম্পোস ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, সিটিতে যাওয়ার ব্যাপারে গার্দিওলার সঙ্গে নাকি বেশ ক’বার ফোনালাপ সেরে ফেলেছেন লিওনেল মেসি।

তবে মেসি চাইলেও বার্সা তাঁকে ছাড়তে রাজি নয়। অনেক জটিলতাও রয়েছে বার্সা বোর্ড ও মেসি - দুই পক্ষের মধ্যে লড়াইটা আদালত পর্যন্তও গড়াতে পারে।

এমআইআর/এডিবি