NAVIGATION MENU

বাবা হলেন ক্রিকেটার মিরাজ


পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাবা হওয়ার আনন্দের খবর নিশ্চিত করেছেন মিরাজ নিজেই।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয়। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

২০১৯ সালের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন মিরাজ। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সফল পরিসমাপ্তি ঘটিয়ে বিয়ে করেন মিরাজ।

এমআইআর/এডিবি