NAVIGATION MENU

প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট


দীর্ঘ সাত মাস পর মাঠে ফিরতে চলেছে ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা তিন দলে বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলবে।

শনিবার (১০ অক্টোবর) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

রবিবার (১১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ।

অনুষ্ঠানে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রতিটা দলই ভালো। প্রত্যাশা অনেক বেশি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আমারা অপেক্ষাকৃত তরুণ। ব্যাটিং-বোলিংতো আছেই। ফিল্ডিং সাইডটাও তুলনামূলক ভালো হবে।‘

মুশফিককে নিয়ে নাজমুল বলেন, ‘দলের বাড়তি শক্তি মুশফিকুর রহিম। এটা বড় একটা ব্যাপার। আমরা সবাই জানি তিনি দলের জন্য কতোটা অবদান রাখতে পারেন।’

এ সময় মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ভালো লাগছে। মাঠের মানুষ মাঠে ফিরছি। এতোদিন অনুশীলন করেছি। সেটার একটা ভালো লাগার বিষয় ছিলো এখন প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হচ্ছে। দিনশেষে এটা আমাদের কাজ। আমাদের ভালো লাগার জায়গা। অবশ্যই চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবো।’

জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘আমরা দীর্ঘদিন পর ক্রিকেটে এসেছি। অনেকেই এক সঙ্গে খেলবো। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু পেতে পারি। কেউ ভালো ব্যাট-বল করলে তার জন্য জাতীয় দলের দরজাটা খুলে যেতে পারে। অনেক তরুণ খেলোয়াড়রা রয়েছে। তাকে নিয়ে কর্তৃপক্ষ নতুন করে ভাবতে পারে। আমার কাছে মনে হয় এটা সবার জন্য বড় সুযোগ।’

তিনি বলেন, ‘আমার মনে হয় না, কেউ এটাকে প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছে। আমরা বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার সময় যেমন গুরুত্ব দেই ঠিক তেমনই এই টুর্নামেন্টেও দিবো। আশাকরি বেশ প্রতিযোগিতাপূর্ণই হবে খেলা।’

এমআইআর /এডিবি