ঘন কুয়াশায় কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দূর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে এই রুটে সব রকম ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় প্রায় ৭ শতাধিক যানবাহন পরাপারের জন্য আটকে থাকে। ফলে প্রচণ্ড শীতে ঘাটে এসে চরম দূর্ভোগ পোহায় যাত্রীরা।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ সংস্থা (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, ‘ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৬টি ফেরি মাঝনদীতে নোঙর করে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
এমআইআর/এডিবি