NAVIGATION MENU

জাপান দেবে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার লোন


বাংলাদেশ এবার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জাপানের ওডিএ (অফিসিয়াল ডেভেলপেমেন্ট অ্যাসিসটেন্স) লোন সহায়তা পাচ্ছে। জাপানের রাষ্ট্রদূত হিরোয়েশি ইজুমি সম্প্রতি ঢাকায় জাপানের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

জাপানের রাষ্ট্রদূত হিরোয়েশি ইজুমি বলেন, আগামী ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। একইসঙ্গে ২০২২ সালে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি হবে। তাই আগামী তিনবছর বাংলাদেশ ও জাপান সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। 

জাপানের রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশে জাপানের ২৭৯ কোম্পানি কাজ করছে।  

এসএস