NAVIGATION MENU

চুয়েট ভিসিকে অফিসার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা


অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান মনোনীত হওয়ায় অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ উপলক্ষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উক্ত সংবর্ধনা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে সম্মাননা স্মারক তুলে দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

দুই পর্বে সাজানো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কর্মকর্তাদের বরণ ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

কাজী শাহেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউছুপ।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬৩তম সভায় গঠণতন্ত্রের বিধি অনুযায়ী সর্বসম্মতিক্রমে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান মনোনীত হন।

ওয়াই এ/এডিবি