NAVIGATION MENU

ঘানায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ কিশোর ফুটবলার


ঘানায় কুমাসি-অফিনসো রোডে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ কিশোর ফুটবলার। আহত ৩০ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসেসিয়েশন (জিএফএ)।

স্পোর্টস ওয়ার্ল্ডঘানার প্রতিবেদনে জানানো হয়, আশান্তি অঞ্চলের অফিনসোর ৩৬ জন কল্টস ফুটবলারের মধ্যে কমপক্ষে ছয় জন শনিবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছেন।

আহত তরুণ ফুটবলারদের মধ্যে চারজন বর্তমানে আফসিনোর সেন্ট প্যাট্রিক হাসপাতালে এবং ২৪ জন কমফো আনোকিয়ে শিক্ষণ হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন।

তাদের বহনকারী বাসটি নদীতে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়। ফুটবলাররা তাদের কল্টস ফুটবল নিবন্ধনের অনুশীলনের জন্য আফ্র্যাঙ্কো ভ্রমণ করেছিলেন এবং অফিনসোতে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

দেশটির জাতীয় কিশোর কমিটিও (এনজেসি) ৬ কিশোর ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এদিকে মৃত কিশোর ফুটবলার এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জিএফএ ও এনজেসি।

এস এ /এডিবি