NAVIGATION MENU

কেশবপুরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেশবপুরে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

সাবেক কৃতি ফুটবল খেলোয়ার মতিলাল কুন্ডুর সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্যা, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন, উত্তর আড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, ভেরচী ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, সুফলাকাটি ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান, সুফলাকাটি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মশিয়ার রহমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় সানরাইজ ফুটবল একাদশ ৩-১ গোলে এলএম টেন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

এস এ/এডিবি