প্রতি বছর ন্যায়ে এবার কাঁচা চামড়া সংগ্রহের জন্য ট্যানারি মালিকদের ৮০৩ কোটি টাকা ঋণ প্রদান করবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো।
মূলত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক থেকে এ ঋণ বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ৮০৩ কোটি টাকার মধ্যে সোনালী ব্যাংক একশ ৫০ কোটি, জনতা ৩৩০ কোটি, অগ্রণী একশ ৩০ কোটি ও রূপালী ব্যাংক দুইশ ৩ কোটি টাকা ঋণ প্রদান করবে।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস-উল ইসলাম বলেন, ট্যানারি মালিকদের আগের নেওয়া ঋণ পরিশোধ করার পরই নতুন করে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তাই যে ট্যানারি মালিক টাকা পরিশোধ করেছে তাকে ওই পরিমাণই দেওয়া হবে।
এদিকে ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ নির্দেশ দিয়েছেন, কোনো ঋণ খেলাপি প্রতিষ্ঠান যাতে নতুন করে ঋণ না পায় সেদিকে লক্ষ্য রাখার। অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিগত সময়ে যারা ঋণ নিয়ে সময়মতো ফেরত দিয়েছেন তাদেরকে।
সিবি/এমআইআর