NAVIGATION MENU

করোনামুক্ত মাশরাফির বাবা-মা


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজার বাবা-মাও করোনা থেকে মুক্ত হয়েছেন। 

রবিবার (২৩ আগস্ট) সকালে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর কর্মকর্তা মোহাম্মদ ফারুক জানান, শনিবার মাশরাফির বাবা গোলাম মূর্তজা স্বপন ও মা হামিদা মূর্তজার দ্বিতীয়বার করোনা পরীক্ষার প্রতিবেদনে নেগেটিভ এসেছে।

এর আগে গত ৭ আগস্ট মাশরাফির পরিবারের চার সদস্য - বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজিটিভ আসার পর বাসা থেকেই চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা সবাই করোনামুক্ত।

এর আগে গত ২০ জুন মাশরাফির করোনা পজিটিভ আসে এবং তখন তিনি নিজেও তার ঢাকার বাসা থেকে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে, ১৪ জুলাই তার করোনা নেগেটিভ আসে।

পরে, মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মূর্তজা ও তার স্ত্রী সুমনা হকেরও করোনা পরীক্ষায় নেগেটিভ আসে।

ওআ/এডিবি