NAVIGATION MENU

করোনায় একদিনে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩৭


দেশে করোনাভাইরাস আক্রান্তের হার বেড়েছে। এছাড়া এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৯৪৯ জনে পৌঁছেছে।

একইসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৩৭ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ০৬ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ১০ জন, সিলেটে ১ জন, রংপুরে ৪ জন। এদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী।

এমআইআর/এডিবি/