NAVIGATION MENU

করোনায় আক্রান্ত এমবাপে


করোনায় আক্রান্ত ফ্রান্স ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ফ্রেন্স ফুটবল জানায় করোনাভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপে।

এমবাপের বরাত দিয়ে ডেইলি মিরর জানান, নতুন মৌসুমও শুরু হয়ে যাচ্ছে কদিন পর থেকে। সেই কারণেই পিএসজি বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে ইবিজিয়ার সমুদ্রসৈকতে যাওয়া হয়েছিল। সম্ভবত সেখান থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়া। সোমবার করোনা পজিটিভ ফলাফল আসে। তবে তিনি সুস্থ আছেন এবং করোনার কোনও লক্ষণ নেই।

দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি এই ম্যাচে খেলা হচ্ছে না এমবাপের। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচ থেকে ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।

এর আগে জাতীয় দলের হয়ে সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলতে নামেন এমবাপে এবং দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটিও আসে পিএসজির এই তারকার কাছ থেকে। এটা ছিল তার ১৪তম গোল।

অবশ্য সুইডেনের বিপক্ষের ম্যাচের পর থেকেই এমবাপে আইসোলেশনে ছিলেন, অনুশীলনে যোগ দেননি। করোনা পজিটিভ হওয়ার পর সন্ধ্যায় তিনি বাসায় ফিরে যান।

এমনকি গত বুধবার সুইডেনের বিপক্ষের ম্যাচের আগে যে টেস্ট করানো হয়েছিল সেখানেও নেগেটিভ হয়েছিলেন তিনি। কিন্তু সোমবারের পরীক্ষায় তিনি পজিটিভ হন।

পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন এমবাপে। তার আগে নেইমার দ্য সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, লিয়ান্দ্রো পারদেস, কেইলর নাভাস ও মার্কুইনহোস করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

করোনায় আক্রান্ত মালাইকা

ওয়াই এ/ওআ