ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগকে না জানানোর অভিযোগে ১ বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার এই ১ বছরে তার অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ মিস করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটা হয়নি।
আসন্ন শ্রীলঙ্কা সিরিজেই জন্য আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনুশীলনে ফিরবে বিশ্বসেরা অলরাউন্ডার। ২৮ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট হবে ২৪ অক্টোবর। সাকিব দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন। আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন বাংলাদেশের ক্রিকেটের 'পোস্টার বয়'।
আইসিসির নির্দেশনা অনুযায়ি সাকিব বোর্ডের সুযোগ-সুবিধা এবং কোচদের সাহায্য নিতে পারবেন। শর্ত একটাই, তাকে এককভাবে অনুশীলন করতে হবে।
এমআইআর/এডিবি