NAVIGATION MENU

অস্ট্রেলিয়ার দুই রাজ্যের সীমান্ত ৫ মাস পর উন্মুক্ত


অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের কারণে ৫ মাস বন্ধ রাখার পর খুলে দেওয়া হয়েছে জনবহুল দুটি রাজ্যের সীমান্ত। 

করোনার দ্বিতীয় সংক্রমণের বিরুদ্ধে ভিক্টোরিয়া রাজ্যের সফলতার কারণে, পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস'র সঙ্গে যাতায়ত উন্মুক্ত করে দিলেন দুই রাজ্যের কর্তৃপক্ষ।

সোমবার (২৩ নভেম্বর) মেলবোর্ন কর্তৃপক্ষ জানায়, বিগত ২৪ ঘন্টায় সেখানে কোনো সংক্রমণ ধরা পড়েনি। তাই জনগণকে মাস্ক পরতে বাধ্য করা হবে না। জনগণ এখন বড় সমাবেশে অংশ নিতে পারবেন। সেইসঙ্গে ক্যাফে-রেস্তোরাঁগুলো পুরোদমে খুলে দেওয়া হবে।

দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকের পরিবারের সঙ্গে মিলিত হওয়া, অনেকের ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পর এই দুই রাজ্যের সীমান্তে রীতিমতো উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। 

অস্ট্রেলিয়ায় করোনা সঙ্কট শুরু হওয়ার পর ২৭ হাজার ৮০০ জনের সংক্রমণ ধরা পড়েছে। করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯০০ মানুষ।

এডিবি/