চিনের শিনজিয়াং-এ ৬১৩ জন ইমাম বন্দি
উইঘুরবাসীদের নির্যাতনের পাশাপাশি এবার ইমাম এবং মুসলিম নেতাদের বন্দি করেছে চিন। সম্প্রতি এক নির্বাসিত উইঘুর ভাষাতত্ত্ববিদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর বেড়িয়েছে।নরওয়ে ভিত্তিক ইন্টারন্যাশনাল সিটিস অফ রেফিউজি নেটওয়ার্ক ( আইসিওআরএন) সংস্থার অ্যাক্টিভিস্ট আব্দুলওয়ালি আইয়ুপ শিনজিয়াং প্রদেশের উইঘুরদের সাক্ষাৎকার নিয়ে বলেন, অন্তত ৬১৩ জন ইমামকে বন্দি করে রাখা হয়েছে।বৃহস্পতিবার ওয়াশিংটন ভিত্তিক উইঘুর মানবাধিকার সংস্থার 'ইমামরা কোথায়?' টাইটেল ওয়েবিনারে আইয়ুপ বলেন, আমরা ২০১৮ সালের মে মাস থেকে এই অনুসন্ধান শুরু করি ... এবং নভেম্বরে এই সাক্ষাৎকার শেষ হয়। আমি লক্ষ...