জাপানি নারী রেসলার হানা কিমুরা। ছবি সংগৃহীত
জাপানে ২২ বছর বয়সী নারী রেসলারের মৃত্যু
জাপানে ২২ বছর বয়সী এক পেশাদার নারী রেসলার মারা গেছেন। হানা কিমুরা নামের এ রেসলার নেটফ্লিক্সের সাম্প্রতিক সিরিজ ‘টেরেস হাউস’ রিয়ালিটি শো’র তারকা ছিলেন। কি কারণে এই তারকার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। কিমুরার সংগঠন স্টারডম রেসলিং খবরটি নিশ্চিত করেছে। খবর ডেইলি মেইলে’র।নিজেদের অফিসিয়াল টুইটারে খবরটি নিশ্চিত করার পাশাপাশি সমর্থকদের কিমুরার প্রতি সশ্রদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৩ মে) ‘উই আর স্টারডম’ এক টুইটে জানায়, ‘দয়া করে শ্রদ্ধাশীল থাকুন এবং তার পরিবার ও বন্ধুদের আপনার প্রার্থনায় রাখুন।’ মৃত্যুর আগে, তিনি সাইবার-উৎপীড়নের...